বিমান বিধ্বস্তে দেশের ১ম সামরিক নারী পাইলট নিহত
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষানবিশ পাইলট তামান্না ইসলাম নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রশিক্ষক পাইলট লেফটেন্যান্ট কর্নেল সাঈদ কামাল।
শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাবুর রহমান জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে প্রশিক্ষক পাইলট সাঈদ কামাল ও শিক্ষানবিশ পাইলট তামান্নাকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। এর তিন মিনিট পরই বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণের চেষ্টা করে। এ সময়ই বিমানে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তামান্না ইসলাম দগ্ধ হয়ে মারা যান। প্রশিক্ষক সাঈদ কামাল গুরুতর দগ্ধ হন। তাঁর শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে বলেও জানান ব্যবস্থাপক। আহত সাঈদ কামালকে রাজশাহী সেনানিবাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক পাইলট হিসেবে স্বীকৃতি পেয়ে ইতিহাস গড়া দুই
নারী কর্মকর্তার অন্যতম ছিলেন ফ্লাইং অফিসার তামান্না ইসলাম। ইতিহাস গড়া
অপর নারী পাইলট লেফটেন্যান্ট নাইমা হক।
গত ১৭ ডিসেম্বর যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সলো টেস্টের সফলতার মাধ্যমে দুই নারী কর্মকর্তা সামরিক পাইলট হিসেবে স্বীকৃতি পান।
তামান্না ১৯৯৩ সালের ৫ জুন যশোরে জন্মগ্রহণ করেন। তার পিতা লুত্ফর রহমান বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ছিলেন। তার মাতা আয়েশা সিদ্দিকী একজন গৃহিনী।
বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তামান্না। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি (অ্যারো) থেকে ফার্স্ট ক্লাস পান। ২০১২ সালের ১ ডিসেম্বর কমিশন লাভ করেন তিনি।
বিমান বাহিনীর বেল-২০৬ হেলিকপ্টারে ৬৫ ঘণ্টা ল্যান্ডিং ও উড্ডয়নসহ প্রশিক্ষণ প্রাথমিক ধাপে সফলভাবে সম্পন্ন করেন তামান্না ইসলাম
গত ১৭ ডিসেম্বর যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সলো টেস্টের সফলতার মাধ্যমে দুই নারী কর্মকর্তা সামরিক পাইলট হিসেবে স্বীকৃতি পান।
তামান্না ১৯৯৩ সালের ৫ জুন যশোরে জন্মগ্রহণ করেন। তার পিতা লুত্ফর রহমান বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ছিলেন। তার মাতা আয়েশা সিদ্দিকী একজন গৃহিনী।
বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তামান্না। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি (অ্যারো) থেকে ফার্স্ট ক্লাস পান। ২০১২ সালের ১ ডিসেম্বর কমিশন লাভ করেন তিনি।
বিমান বাহিনীর বেল-২০৬ হেলিকপ্টারে ৬৫ ঘণ্টা ল্যান্ডিং ও উড্ডয়নসহ প্রশিক্ষণ প্রাথমিক ধাপে সফলভাবে সম্পন্ন করেন তামান্না ইসলাম
No comments:
Post a Comment